Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে আরও এক নারীর মৃত্যু


৬ আগস্ট ২০১৯ ১১:৫২ | আপডেট: ৬ আগস্ট ২০১৯ ১২:০২

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকে) চিকিৎসাধীন আরও একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। মঙ্গলবার (৬আগস্ট) ভোর ৪টার দিকে নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনোয়ারা বেগম (৭৫) নামের ওই নারী।  এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে ১৫ জন মারা গেলেন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নাসির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোরে মনোয়ারা বেগম নামের একজন মারা গেছেন। মনোয়ারা বেগম জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

বিজ্ঞাপন

মনোয়ারার নাতি সিহাব জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর হাজিগঞ্জে। ঢাকার  মিরপুর ২ নম্বরের বাসিন্দা তারা। গত ৩  আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় মনোয়ারাকে। গতকাল তাকে আইসিইউতে নেওয়া  হয়। আজ ভোরে মারা যান তিনি।

সোমবার (৫আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢামেকের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে (ওসেক) মারা যান নকুল কুমার দাস। এর আগে রোববার দিনগত রাতে হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডে মারা যায় হাসান নামের এক কিশোর। একই দিন বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপালী আক্তার (২৩) ।

টপ নিউজ ডেঙ্গু ঢামেক নারী মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর