Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা প্রতিনিধি চায় বাংলাদেশ


৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৩ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৯

নিউইয়র্ক থেকে

রোহিঙ্গাদের উপর নির্যাতনের অভিজ্ঞতা বর্ণনা করতে এবং তাদের বক্তব্য তুলে ধরতে নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা প্রতিনিধি আমন্ত্রণ জানানোর তাগিদ দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বইন মোমেন।

নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতির উপর পরিষদের সভাপতি কুয়েতের আয়োজিত এক উন্মুক্ত আলোচনায় তিনি এ প্রস্তাব দেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রত্যাশিত সংস্কারের করতে, পরিষদের কর্মকাণ্ডে আরও মানবিক সম্পৃক্ততা প্রয়োজন বলেও জানিয়েছে বাংলাদেশের এ স্থায়ী প্রতিনিধি।

রোহিঙ্গাদের উপর নির্যাতনের অভিজ্ঞতা বর্ণনা করতে এবং তাদের বক্তব্য তুলে ধরার জন্য নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর তাগিদও দিয়েছেন বাংলাদেশের এ স্থায়ী প্রতিনিধি।

জাতিসংঘ সনদের ৯৯ ধারা অনুযায়ী গত সেপ্টেম্বরে নিরাপত্তা পরিষদে রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ের উপর জাতিসংঘ মহাসচিবের পাঠানো চিঠির কথা উল্লেখ করে, মাসুদ বইন মোমেন মহাসচিবকে যে কোনও জরুরী মানবিক প্রয়োজনে এ ধরনের আরও উদ্যোগ নেবার আহ্বান জানান।

তিনি নিরাপত্তা পরিষদকে বেসামরিক মানুষের উপর নিপীড়ন ও নৃশংসতা বন্ধে ও হত্যাযজ্ঞের ক্ষেত্রে ‘ভেটো’ ক্ষমতা ব্যবহার না করারও অনুরোধ জানান।

রোহিঙ্গাদের উপর গত ২৫ আগস্টের পর সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দিয়ে স্থায়ী প্রতিনিধি মাসুদ বলেন, “এটা রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে”।

রাষ্ট্রদূত মাসুদ রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে গত বছর নেওয়া নিরাপত্তা পরিষদের সভাপতির বক্তব্যকে ভিত্তি ধরে একটি রেজুলেশন পাস করার আহ্বান জানান। পাশাপাশি নিরাপত্তা পরিষদের সদস্যদেরকে শীঘ্রই বাংলাদেশ ও মিয়ানমারে সফর করে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা সরজমিনে দেখার এবং তাদের প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতির উপর আলোচনায় ৬০টিরও বেশি দেশ অংশ নিয়ে বিভিন্ন ধরনের প্রস্তাবনা পেশ করে। এর মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষী প্রেরণকারী অধিকাংশ দেশই নিরাপত্তা পরিষদ ও তাদের মধ্যে শান্তিরক্ষা বিষয়ে আরও গভীর মতবিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

সারাবাংলা/এমএ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর