Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানে বাসের ধাক্কা, আহত ৪


৫ আগস্ট ২০১৯ ১৭:১৫

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাসের ধাক্কায় চারজন আহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার রায়েন্দা বাজরের পাঁচ রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় আহত হয়েছেন, উপজেলার গোলবুনিয়া গ্রামের ফুলমিয়ার ছেলে সবুর (৪৫), খোন্তাকাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাকিব হোসেন (১৬), কদমতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাজমুল (২৩) ও শহিদুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম (৩০)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সবুর মোটরচালিত ভ্যান চালাতেন। তিনি শারীরিক প্রতিবন্ধী। বাসের ধাক্কায় তার দুই পা ভেঙে গেছে। বাকিরাও আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তাফালবাড়ি থেকে মোরেলগঞ্জ যাচ্ছিল মাহফুজ নামে একটি যাত্রীবাহী বাস। বেপরোয়া গতির কারণে বাসটি পাঁচ রাস্তার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় একটি অটোভ্যানের ধাক্কা দিলে চারজন আহত হন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়, উল্টে দেয় এবং পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিংকন বিশ্বাস ও থানা পুলিশের একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যায়।

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর