Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাজমুল হুদা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট


৫ আগস্ট ২০১৯ ১৬:৪৪ | আপডেট: ৫ আগস্ট ২০১৯ ১৬:৪৯

ঢাকা: বঙ্গবন্ধু সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগের মামলায় ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৫ আগস্ট) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার‌্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় নাজমুল হুদা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, যমুনা সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মার্গানেট ওয়ান লিমিটেডকে নিযুক্ত করা হয়। সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত টাকা তার স্ত্রীর মালিকানায় পরিচালিত ‘খবরের অন্তরালে’ পত্রিকার হিসাবে জমা দেওয়ার জন্য বলেন। মাসিক কিস্তিতে দাবিকৃত টাকা না দেওয়ায় ওই প্রতিষ্ঠানের ঠিকাদারি নিয়োগ বাতিল করে কালো তালিকাভুক্ত করার হুমকি দেন নাজমুল হুদা।

চার্জশিট টপ নিউজ দুদক নাজমুল হুদা সিগমা হুদা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর