Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে পলাতক আসামিসহ গ্রেফতার ৬, অস্ত্র ও মাদক উদ্ধার


৫ আগস্ট ২০১৯ ১৫:৫৯

ময়মনসিংহ: ময়মনসিংহের ছায়াবানী সিনেমা হল এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ২৭৮০টি ইয়াবা, ৫৬ বোতল ফেনসিডিল, দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহের টাউন হল র‌্যাব-১৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার মেজর শিবলী সাদিক সাংবাদিকদের এসব তথ্য জানান।

গ্রেফতার হওয়া সবাই মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায় র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ নগরীর সি কে ঘোষ রোডের মৃত নুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম দীপু (৩৪), মৃত ধীরেন্দ্র রঞ্জন সরকারের ছেলে নিধি রঞ্জন সরকার (৪২), বাঘমারা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শামীম (২৫), মৃত মোবারক মিয়ার ছেলে মোশারফ (৪২), আর কে মিশন রোডের মৃত আব্দুল মোতালেবের ছেলে বদরুজ্জামান (৩৩) ও নাটকঘর লেনের মৃত আমির উদ্দিনের ছেলে বুলবুল (৩৮)।

সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার মেজর শিবলী সাদিক সারাবাংলাকে জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বড় চালান কেনাবেচার খবরে র‌্যাব ছায়াবানী এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম দিপুসহ আরও ছয়জনকে আটক করা হয়েছে। দিপুর বিরুদ্ধে কোতয়ালি থানায় তিনটি মামলা রয়েছে।

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার অস্ত্র ও মাদক উদ্ধার ময়মনহসিংহ ছায়াবানী সিনেমা হল