Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বছরের শিশু ‘চুরি’, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি


৫ আগস্ট ২০১৯ ১৫:৪৯

লক্ষ্মীপুর: দুই বছরের শিশু মিনহাজ। বাবা-মায়ের পাশ থেকে শিশুটিকে চুরি করেছে দুর্বৃত্তরা। পাঁচ লাখ টাকা দিলে মিনহাজকে ফিরে পাওয়া যাবে, না হলে হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি থেকে টিনশেড ঘরের দরজা খুলে বাবা-মায়ের পাশ থেকে শিশুটিকে চুরি করা হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

মিনহাজের মা কোহিনুর বেগম সারাবাংলাকে বলেন, ‘ঘুম থেকে ওঠার পর থেকে মিনহাজকে আমরা খুঁজে পাচ্ছি না। কে বা কারা তাকে চুরি করে নিয়ে গেছে। এ সময় তারা ঘর থেকে একটি মোবাইল ফোনও চুরি করে নিয়ে গেছে। সেই মোবাইল ফোনে কল দেওয়া হলে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না দিলে মিনহাজকে হত্যা করবে বলে হুমকিও দেওয়া হয়েছে।’

লাহারকান্দি এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশু সারাবাংলাকে বলেন, ‘বিষয়টি শোনার পর সোমবার সকালে পুলিশ সুপার ও সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনও পর্যন্ত মিনহাজকে উদ্ধার করা যায়নি।’

পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘দরজা খুলে ভেতরে প্রবেশের বিষয়টি দেখে মনে হচ্ছে মিনহাজের পরিবারের চেনা-জানা কেউই এ ঘটনায় জড়িত রয়েছে। শিশুটিকে উদ্ধার ও ঘটনার রহস্য উদ্ঘাটনে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। যে মোবাইল চোরেরা নিয়ে গেছে, সেই সূত্র ধরেই কাজ করা হচ্ছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া সারাবাংলাকে বলেন, ‘এ ঘটনায় অপহৃত শিশুর পিতা মামুন মেস্তরী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। শিশুটিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। দ্রুত উদ্ধার করা হবে বলে আশা করছি।’

বিজ্ঞাপন

৫ লাখ টাকা মুক্তিপণ দাবি লক্ষ্মীপুর শিশু অপহরণ শিশু মিনহাজ

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর