Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবকের মৃত্যু


৫ আগস্ট ২০১৯ ১৩:১১

কক্সবাজার: জেলার টেকনাফে বিজিবির সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা মাদক বিক্রেতা বলে দাবি বিজিবির। ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, ২টি অস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সোমবার (৫ আগস্ট) ভোর রাতে নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে নিহতরা হলো- উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন নয়াবাজার এলাকার জলিল আহমদের ছেলে দেলোয়ার হোসেন দিলু (৩০) ও উখিয়া কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত হায়দার শরীফের ছেলে নুরুল ইসলাম (২৭)।

বিজ্ঞাপন

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, সোমবার ভোর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের নাফ নদীর মোহনা দিয়ে একটি ইয়াবার চালান প্রবেশ করবে এমন সংবাদে অভিযানে যায় বিজিবি। ইয়াবা কারবারীরা বিজিবি’র অবস্থান টের বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি ছোঁড়ে।

পরে ঘটনাস্থল থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বন্দুকযুদ্ধ বিজিবি মাদক

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর