Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিজমিতে তরুণীর মরদেহ, মাথার হদিস নেই


৫ আগস্ট ২০১৯ ১৩:০৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি করেও বিচ্ছিন্ন মাথাটি খুঁজে পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

সোমাবার (৫ আগস্ট) সকালে আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

ওসি দুলাল মাহমুদ সারাবাংলাকে জানান, তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। পরণে সাদা কামিজ, লাল সেলোয়ার। ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলায় তরুণীর পরিচয় পাওয়া যাচ্ছে না।

কৃষিজমিতে মরদেহ উদ্ধার চট্টগ্রাম মরদেহ উদ্ধার মাথা বিচ্ছিন্ন তরুণী