Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু


৫ আগস্ট ২০১৯ ১২:৪৬

গাইবান্ধা: গাইবান্ধায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তপন মিয়া (২৭) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

রোববার (৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা গুপীনাথপুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। গোবিন্দগঞ্জের হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল কাদের জিলানী সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ট্রাক চালক নীলফামারি জেলার লক্ষ্মীচাপ ইউপির সহদেব বড়গাছা গ্রামের আকবর আলীর পুত্র।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী সারাবাংলাকে জানান, গতকাল রাত দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা গুপীনাথপুর নামক স্থানে বগুড়াগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-০০২৯) এর সাথে বিপরীত দিক থেকে আসা নীলফামারীগামী ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৩- ০৬০৫) মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নীলফামারীগামী ট্রাকের চালক তপন মিয়ার মৃত্যু হয়।

পুলিশ ট্রাক দুইটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা হেফাজতে রেখেছে।

গাইবান্ধা চালকের মৃত্যু ঢাকা-রংপুর মহাসড়ক দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর