ঢামেকে ডেঙ্গুজ্বরে কিশোরের মৃত্যু
৫ আগস্ট ২০১৯ ১২:০৩ | আপডেট: ৫ আগস্ট ২০১৯ ১২:০৪
ঢাকা: এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক কিশোর। তার নাম হাসান(১৩)।
রোববার (৪ আগস্ট) দিবাগত রাতে হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডে মারা যায় সে।
হাসানের বাবার নাম মোহাম্মাদ আলী, মায়ের নাম হাসিনা বেগম। তারা খিলগাঁও এর সিপাহীবাগ এলাকায় বাস করতো। হাসানের মা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন ও বাবা একটি বাসায় দারোয়ান হিসেবে চাকরি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, জ্বরে আক্রান্ত হওয়ার তিনদিন পর গত শনিবার (৩ আগস্ট) ঢামেকে ভর্তি করা হয় হাসানকে। তবে চিকিৎসার জন্য হাসপাতালে আনতেই বেশি দেরি হয়ে যাওয়ায় তার পরিস্থিতি জটিল হয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায়ই গতরাতে তার মৃত্যু হয়।
এর আগে রোববার (৪ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপালী আক্তার (২৩) নামে এক নারী। হাসান ও দীপালীসহ এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেন ১৩ জন।
আরও পড়ুন: ডেঙ্গুজ্বরে আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু
মাদারীপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু