Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিসরে গাড়িবোমা বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু


৫ আগস্ট ২০১৯ ১১:১২ | আপডেট: ৫ আগস্ট ২০১৯ ১২:৫২

মিসরের রাজধানী কায়রোতে এক গাড়িবোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৩২ জন। খবর রয়টার্স।

সোমবার (৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৫ টার দিকে কায়রোর মধাঞ্চলে অবস্থিত জাতীয় ক্যানসার ইনস্টিটিউট প্রাঙ্গণে ভয়াবহ এই বিস্ফোরণটি ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিস্ফোরক বোঝাই একটি গাড়ি প্রথমে রাস্তার পাশের তিনটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটায়। এর পরপরই বিকট শব্দ করে ভয়াবহ এই বিস্ফোরণটি ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ১৭ জনের মৃত্যু হয় এবং আরও অনেকে গুরুতর আহত হোন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।’

অপরদিকে, মিসরের রাষ্ট্রপক্ষের আইনজীবী হামলার কারণ অনুসন্ধান করছেন। তবে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন পরিকল্পিত এ আক্রমণের দায় স্বীকার করেনি।

১৭ জনের মৃত্যু মিসরে গাড়িবোমা বিস্ফোরণ মিসরের রাজধানী কায়রো