Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুজ্বরে আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু


৫ আগস্ট ২০১৯ ১০:৪১ | আপডেট: ৫ আগস্ট ২০১৯ ১১:২৫

ঢাকা: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপপরিচালক আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্ত্রী শারমিন আরা শাপলা। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সোমবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিন আরা।

আবহাওয়া অধিদফতরে সহকারী পরিচালক তাসলিমা ইমাম সারাবাংলাকে বলেন, তিনদিন আগে একটি প্রশিক্ষণে অংশ নিতে অফিস থেকে কোরিয়া পাঠানো হয়েছে নাজমুল হককে। সেখানে যাওয়ার আগে গ্রামের বাড়ি জয়পুরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তানকে রেখে আসেন তিনি। গাইবান্ধা যাওয়ার পর শারমিন আরার ডেঙ্গু ধরা পড়ে। দ্রুত তাকে ঢাকায় এনে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শারমিন আরা শাপলার মৃত্যু হয়।

শারমিন আরা শাপলা একই এলাকার মৃত আব্দুস সালামের মেয়ে।

শাপলার ভাই জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকা থেকে স্বামী-সন্তানসহ জয়পুরহাটে যান তিনি। সেসময় তার জ্বর ছিল। পরে জানা যায় যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত। শুক্রবার (২ আগস্ট) দুপুর থেকেই তার শরীর খারাপ করতে শুরু করে। তখন তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তবে সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা শনিবার (৩ আগস্ট) রাতে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।

আরও পড়ুন: আতঙ্ক ও ঝুঁকিতে অন্তঃসত্ত্বারা, সতর্ক থাকার পরামর্শ

অন্তঃসত্ত্বার মৃত্যু আবহাওয়াবিদ নাজমুল হক ডেঙ্গুজ্বর শারমিন আরা শাপলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর