Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ


৫ আগস্ট ২০১৯ ০১:০৬ | আপডেট: ৫ আগস্ট ২০১৯ ১১:১০

ঢাকা : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শুক্রবার ও শনিবার (৯ ও ১০ আগস্ট) ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোষাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারিদের বেতন ও অনান্য ভাতাদি পরিশোধের জন্য এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে তফসিলি ব্যাংকসমূহ আগামী ৯ ও ১০ আগস্ট পূর্ণদিবস খোলা থাকবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়- ঢাকা, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাসমূহ শুক্রবার ও শনিবার পূর্ণদিবস খোলা রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখিত এলাকার সংশ্লিষ্ট ব্যাংকের শাখাসমূহকে পর্প্তযা নিরাপত্তার নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়।

টপ নিউজ বাংলাদেশ ব্যাংক ব্যাংক খোলা রাখা শুক্রবার ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর