ধর্মঘট প্রত্যাহার, ৪ ঘণ্টা পর ৬৮ রুটে বাস চলাচল শুরু
৪ আগস্ট ২০১৯ ২২:৩৮ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ২২:৩৯
চট্টগ্রাম ব্যুরো: চার ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে ঢাকা-বেনাপোলসহ ৬৮টি রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেনের সঙ্গে বৈঠকের পর আন্তঃজেলা বাস মালিক সমিতি ও পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রোববার (৪ আগস্ট) রাত ১০টা থেকে তাদের ধর্মঘট প্রত্যাহার করে। এর আগে, বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানার প্রতিবাদে সংগঠন দুটি এদিন সন্ধ্যা ৬টা থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল।
চট্টগ্রাম থেকে ৬৮ রুটে বাস চলাচল বন্ধ
রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন উনার বাসভবনে দুই সংগঠনের নেতার সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে চট্টগ্রাম আন্তঃজেলা বাসমালিক সমিতির মহাসচিব কফিল উদ্দিন বলেন, ডিসি সাহেব আমাদের অনুরোধ করেছেন কেউ যেন বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের হয়রানি না করে। একইসঙ্গে, প্রশাসনের পক্ষ থেকে জরিমানা বা বাস মালিক শ্রমিকদের হয়রানি না করারও আশ্বাস দিয়েছেন তিনি। এরপর রাত ১০টা থেকে আমরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছি।