Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু আক্রান্ত গরীবদের অর্থ সহায়তা দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়


৪ আগস্ট ২০১৯ ২১:৪৯

ঢাকা: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, গরীব ও অসহায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এই রোগের প্রকোপ যতদিন থাকবে ততদিন এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রোববার (৪ আগস্ট) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানান, দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পাশাপাশি তার মন্ত্রণালয়ও কাজ করছে।

তিনি বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত দুস্থ ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য রোগী কল্যাণ সমিতি, হাসপাতাল সমাজসেবা কার্যক্রম ও সমাজসেবা কার্যালয়কে সহযোগিতার প্রদানের নির্দশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অসহায় ও গরীব ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য একটি নির্দিষ্ট পরিমান অর্থ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।’

মন্ত্রী বলেন, ‘সারাদেশের মানুষকে ডেঙ্গু বিষয়ে সচেতন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের সকল প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

চিকিৎসা সহায়তা ডেঙ্গু আক্রান্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর