Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বজুড়ে ফেসবুকে কারিগরি ত্রুটি


৪ আগস্ট ২০১৯ ২০:৫৬

কারিগরি ত্রুটিতে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। রোববার (৪ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৯ মিনিট থেকে এই কারিগরি সমস্যা দেখা দিয়েছে। টুইটারে #facebookdown হ্যাসট্যাগের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের এই সমস্যার কথা জানিয়েছেন। এক্সপ্রেস পত্রিকার এক সংবাদে একথা নিশ্চিত করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের মতোই বাংলাদেশেও এ সমস্যার কারণে ফেসবুকে লগ-ইন করা, মেসেঞ্জারে তথ্য বা ফাইল পাঠানো, শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা।

বিজ্ঞাপন

বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইট পর্যবেক্ষণ করা ডাউন ডিটেক্টর ডট কমের তথ্য অনুযায়ী এ সমস্যাটি শুরু হওয়ার পর থেকেই প্রায় ৬৭৩টি সমস্যায় পড়া ব্যবহারকারীদের রিপোর্ট জমা পড়েছে। যদিও ফেসবুক কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কিছু জানায়নি।

কারিগরি ত্রুটি ফেসবুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর