সেপ্টেম্বরে খেলাপি ঋণ কমার ইঙ্গিত অর্থমন্ত্রীর
৪ আগস্ট ২০১৯ ২০:২৩ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ২০:৪৮
ঢাকা: আগামী সেপ্টেম্বরের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ কমে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এমন ইঙ্গিত দেন।
দুপুর তিনটায় শুরু হওয়া এই বৈঠক চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। বৈঠক ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমরা পালিশ করতে পারিনি। অর্থনীতির কোথায় কি দুর্বলতা আছে, খেলাপি ঋণ যাদের থাকবে, তাদের আমরা নালিশ করবো, সেগুলো আমরা দেখবো। সব মানুষ কিন্তু খারাপ নয়, এরমধ্যেও কিছু মানুষ আছে যারা টাকা নিয়ে গেছে না দেওয়ার জন্য, কিন্তু তারা সফল হবে না। আমি কাউকে ক্ষতিগ্রস্ত বা অপমানিত করার জন্য এখানে আসিনি। সরকার ও দেশের মানুষের যে টাকা তা ফেরত পেতে হবে। টাকা যারা মারার জন্য নিয়েছে, তাদের অবস্থা ভালো হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, ‘লুটপাট আর বলতে পারবেন না। এখন আর আঠারো-বিশের সুযোগ নেই। প্রতিদিনই বাংলাদেশ ব্যাংক থেকে কিছু না কিছু প্রজ্ঞাপন জারি করা হবে। আমরা এভাবেই কাজ করে ব্যাংকিং সেক্টরকে শক্তিশালী করবো। সেপ্টেম্বরের মধ্যে খেলাপি ঋণ সমন্বয় করা হবে। তখন পরিস্থিতির উন্নতি ঘটবে।’
চলতি বছরেই পরিকল্পনা কমিশনে বেসরকারি ব্যাংকের মালিক, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বড় আকারের বৈঠক হবে। সেখানে বৈঠকের অভ্যন্তরে সাংবাদিক প্রবেশেরও সুযোগ থাকবে বলে জানান অর্থমন্ত্রী।
‘সুদের হারে সিঙ্গেল ডিজিট বাস্তবায়নে শিগগিরই প্রজ্ঞাপন’
বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘খেলাপি ঋণ, সুদের হার, সার্ভিস ও কস্ট অব অপারেশন কমানো নিয়ে আলোচনা হয়েচে। তারা আশ্বাস দিয়েছে এগুলো করবে। এই খাতে তাদের ৮০ বা ৮২ ভাগ অবদান রয়েছে, সেটা স্বীকার করতে হবে।’ বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে অনেকে অবজ্ঞার সুরে কথা বলেন, আস্থা বা বিশ্বাস করেন না, এটা নিয়ে তাদের মনে কষ্ট রয়েছে বলেও জানান মন্ত্রী।