Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভূমিকা পালনের নির্দেশ


৪ আগস্ট ২০১৯ ১৯:২০

ফাইল ছবি

ঢাকা: ডেঙ্গু মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলিষ্ঠ ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন শিক্ষাউপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পাশাপাশি তিনি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তাগিদ দিয়েছেন, যাতে এসব জায়গায় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার উৎপাদন হতে না পারে।

রোববার (৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে ডেঙ্গু প্রতিরোধে এক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এ নির্দেশনা দেন নওফেল।

বিজ্ঞাপন

এ সময় উপমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের ডেঙ্গু জ্বর থেকে নিরাপদে রাখতে প্রতিটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে পরিপত্র জারি করেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকার ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ডেঙ্গু মশার বিস্তার রোধ করতে হলে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। ’ এজন্য সকল স্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্ববান জানান তিনি।

উপমন্ত্রী ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে উপস্থিত হয়ে ক্যাম্পাস ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এ সময় দেশের পলিটেকনিকগুলোতে দ্বিতীয় শিফট নিয়ে চলমান সমস্যা সমাধানের ব্যাপারে শিক্ষামন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষকদের অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও সম্পর্কিত। এজন্য এটি সমাধানে কিছুটা সময় লাগছে।’

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ প্রমুখ।

বিজ্ঞাপন

মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষাউপমন্ত্রী

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর