Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুদের হারে সিঙ্গেল ডিজিট বাস্তবায়নে শিগগিরই প্রজ্ঞাপন’


৪ আগস্ট ২০১৯ ১৯:২০ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ২৩:০২

ঢাকা: ব্যাংক ঋণ ও আমানতের সুদের হারে সিঙ্গেল ডিজিট (নয়-ছয়) বাস্তবায়নে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল।

রোববার (৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। দুপুর তিনটায় শুরু হওয়া এই বৈঠক চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এ সময় ছিলেন বাংলদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ১৬টি ব্যাংক সিঙ্গেল ডিজিট বাস্তবায়ন করছে। এর মধ্যে ৭টি সরকারি। বাকিরা সবাই কথা দিয়েছে যে তারা সিঙ্গেল ডিজিট বাস্তবায়ন করছে। এটা তাদের করতেই হবে। সুদের হার নয় ছয়ের ক্ষেত্রে শিগগিরই বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

অর্থমন্ত্রী বলেন, ‘যারা ব্যাংক ব্যবসার অনুমোদন দেয় তারা তা বাতিল করতে পারে। সুতরাং নয়-ছয়ের আদেশ বাস্তবায়ন নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এই মুহূর্তে সরকারিসহ মোট ১৬টি ব্যাংক ঋণ বিতরণের ক্ষেত্রে সিঙ্গেল ডিজিট বাস্তবায়ন করেছে। আস্তে আস্তে সব ব্যাংকই সিঙ্গেল ডিজিটে চলে আসবে।’

তিনি বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক খাতের সব পরিস্থিতি ভালো হয়ে আসবে। তারল্য সংকট, খেলাপি ঋণসহ ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

ইচ্ছাকৃত খেলাপিদের বিষয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পূর্বের আইনে তাদের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, তবে তার মধ্যে থেকেও যতটুকু আইনি ব্যবস্থা নেওয়া যায় আমরা তা নিচ্ছি। কিন্তু নতুনভাবে যে আইন আসছে সেখানে সব কিছুর পরিষ্কার বিবরণ থাকবে। ক্ষতিগ্রস্ত কেউই হবে না বরং সবাই উপকৃত হবে ওই আইনের মাধ্যমে।’

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী সুদের হার নিয়ে প্রজ্ঞাপন জারি সুদের হারে সিঙ্গেল ডিজিট

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর