চট্টগ্রামে ‘অজ্ঞান পার্টির’ ৩ সদস্য আটক
৪ আগস্ট ২০১৯ ১৮:৪২ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ১৮:৪৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কোরবানির গরুর বাজারকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ। এই চক্রের সদস্যরা চোখে মলম ছিটিয়ে এবং ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে টাকা-মোবাইল হাতিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৪ আগস্ট) নগরীর পতেঙ্গা থানার বিমানবন্দর সড়কে বিজয়নগর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল কান্তি বড়ুয়া জানিয়েছেন।
আটক তিনজন হল- মানিক খাঁ (৩৩), মো. হালিম (৩৮) ও ফারুক হাওলাদার (৫২)। তাদের কাছ থেকে ইনজেকশনের সিরিঞ্জভর্তি মলম ও কয়েক ধরনের ঘুমের ওষুধ জব্দ করেছে পুলিশ।
ওসি উৎপল সারাবাংলাকে বলেন, ‘কোরবানির বাজারে ক্রেতাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিতে অজ্ঞান পার্টির কিছু সদস্য নগরীতে সক্রিয় হয়ে উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের তিনজনকে আটক করেছি। আরও কয়েকজনের নাম পেয়েছি। তাদের আটক করা হবে।’