Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সাধ্যমত কাজ করছে: জি এম কাদের


৪ আগস্ট ২০১৯ ১৮:২১

ঢাকা: আপাতদৃষ্টিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে বলে মনে হলেও তা নিয়ন্ত্রণে আসে নাই। তবে ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে সরকার সাধ্যমত কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রোববার (৪ আগস্ট) বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের সঙ্গে আলাপ শেষে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলের এই নেতা বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধ্যমত কাজ করছে সরকার। হাসপাতালের চিকিৎসকরা তাদের সাধ্যমত চিকিৎসা দিচ্ছে। চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না।’

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুসারে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১৩৪ জন, মিটফোর্ড হাসপাতালে ৯৭ জন, ঢাকা শিশু হাসপাতাল ৩৯ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ৫৫ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর