Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ২৩


৪ আগস্ট ২০১৯ ১৮:০৮

গাইবান্ধা: গাইবান্ধায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রোববার (৪ আগস্ট) নতুন করে আরও ৫ জন গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি হওয়ায় গাইবান্ধায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ জনে।

গাইবান্ধা আধুনিক হাসপাতালের সূত্রে জানায় গেছে, নতুন ডেঙ্গু রোগীরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘড়ার ডা. মাশরুকা, শহরের পূর্বপাড়া এলাকার রিয়াদ হোসেন এবং পশ্চিমপাড়া এলাকার রাদ মিয়া। এছাড়া ডেঙ্গুতে আরও আক্রান্ত হয়েছেন, পলাশবাড়ি উপজেলার হরিরামপুরের জাহেদুল হক এবং গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীবাড়ি গ্রামের রিপন মিয়া। রিপন মিয়াকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসাধীন নতুন ৫ জনসহ সকল ডেঙ্গু রোগীই ঢাকা থেকে ডেঙ্গুর জীবাণু গাইবান্ধায় নিয়ে এসেছেন। স্থানীয় পর্যায়ে কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

গাইবান্ধা ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর