Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবর্ণচরে এবার বিধবাকে গণধর্ষণের অভিযোগ, আটক ৩


৪ আগস্ট ২০১৯ ১৭:৫৮

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এবার ২৩ বছর বয়সী এক বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।  অভিযোগের ভিত্তিতে রোববার (৪ আগস্ট) দুপুরে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, নূর উদ্দিন (৪০), দেলোয়ার মাস্টার (৫০) ও নূরুল হুদা (৩৮)। তাদের বাড়ি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর মুজাম গ্রামে।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, শনিবার দিবাগত রাতে নূর উদ্দিন, দেলোয়ার মাস্টার ও নূরুল হুদা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করেন। আজ (রোববার) সকালে তার স্বজনরা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, সংশ্লিষ্ট বিভাগে তার পরীক্ষা করা হয়েছে। মেডিকেল টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

চর জববর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ তদন্ত করছে, এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

গণধর্ষণ ধর্ষণ সুবর্ণচর

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর