বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি মামালা: খালেদা জিয়ার বিচার শুরু
৪ আগস্ট ২০১৯ ১৭:৩১ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ১৭:৫৩
ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কটূক্তি করার অভিযোগে খালেদা জিয়ার আরেকটি মামলার বিচারের জন্য প্রস্তুত হয়েছে। ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান মামলাটির বিচারকাজ পরিচালনার জন্য আদালত বদলের আদেশ দিয়েছেন।
রোববার (৪ আগস্ট) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান এ আদেশ দেন।
আদালতের পেশকার রাকিব চৌধুরী সারাবাংলাকে জানান, এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন এ আদালত। এরপর উচ্চ আদালত থেকে খালেদা জিয়া জামিন নেন। সেই জামিনের আদেশ আমাদের আদালতে এসেছে। মামলাটি এখন বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দিয়েছেন আদালত।
এর আগে, গত ২০ মার্চ মামলাটিতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত।
২০১৮ সালের ৩০ জুন অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাফর আলী বিশ্বাস।
বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক ২০১৭ সালের ২৫ জানুয়ারি আদালতে মানহানির অভিযোগে মামলা দায়ের করেন। ওই দিন আদালত শাহবাগ থানা পুলিশকে অভিযোগের বিষয় তদন্ত করে প্রতিবেদন জমা দিতে আদেশ দিয়েছিলেন।
অভিযোপত্রে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা না চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমেছিল। এছাড়া আওয়ামী লীগ দলীয় লোকদের জঙ্গি বানিয়ে নিরীহ লোকজনকে হত্যা করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেত্রী।
কটূক্তির মামলা খালেদা জিয়া বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি বিচার শুরু