Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিখোঁজ সাংবাদিককে উদ্ধারে কঠোর নির্দেশনা দিয়েছি’


৪ আগস্ট ২০১৯ ১৬:৩০ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ১৬:৫৪

ঢাকা: মোহনা টেলিভিশনের নিখোঁজ সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমানকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ডিসিকে নিখোঁজ সাংবাদিক মুশফিকুর রহমানকে উদ্ধারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়ে অনুসন্ধান শুরু করেছে।’

বিজ্ঞাপন

রোববার (৪ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দফতরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নেতারা দেখা করতে গেলে মন্ত্রী তাদের এ কথা জানান।

এর আগে, সকালে রাজধানীর কারওয়ান বাজারে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে মুশফিককে উদ্ধারের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিখোঁজ মুশফিককে উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। গুলশানের ডিসি সক্রিয় পদক্ষেপ নিয়েছেন। দ্রুত উদ্ধর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার (৩ জুলাই) গুলশান থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের বাসায় ফেরার পথে নিখোঁজ হন মুশফিকুর রহমান। পরে তার মামা এজাবুল হক গুলশান থানায় ডায়েরি করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত মুশফিকের সন্ধান মেলেনি। এ নিয়ে তার পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীরা উদ্বিগ্ন।

এজাবুল হক জানান, গত ২১ জুলাই মুশফিকুরকে প্রাণনাশের হুমকি দিয়েছিল অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় ২২ জুলাই রাজধানীর পল্লবী থানায় লিখিত অভিযোগও করেন তিনি। সেই ঘটনার সুরাহা না হতেই নিখোঁজ হলেন মুশফিকুর।

সারাবাংলা/জেআর/টিআর

নিখোঁজ সাংবাদিক মুশফিক সাংবাদিক মুশফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর