Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘কিশোর অপরাধী’ চক্রের ৬ সদস্য আটক


৪ আগস্ট ২০১৯ ১৬:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ছিনতাইয়ের ঘটনার পর ছয় জনকে আটক করেছে খুলশী থানা পুলিশ। আটক ছয় জনই কিশোর অপরাধী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৪ আগস্ট) সকাল পর্যন্ত নগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটক ছয় জন হল- মোহাম্মদ ইয়াসিন মোল্লা, আব্দুর রহিম, আমিরুল ইসলাম, মো. রিপন, জীবন হোসেন ও সাগর হোসেন। তাদের বয়স ১৮ বছরের মধ্যে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

পুলিশ জানায়, শনিবার সকালে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নবম শ্রেণির ছাত্র সিকান্দার খান প্রতিষ্ঠানে যাবার পথে খুলশী থানার পলিটেকনিক মোড়ে তার পথরোধ করে আটক ছয় জন। তারা জোর করে সিকান্দারকে পলিটেকনিকের খেলার মাঠসংলগ্ন পাহাড়ের ঢালুতে নিয়ে মারধর করে এবং ছুরি দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দিয়ে মোবাইল নিয়ে চলে যায়। এসময় সিকান্দারের চিৎকারে টহল পুলিশ ও স্থানীয় লোকজন জড়ো হয়ে ইয়াসিন, আব্দুর রহিম ও আমিরুলকে ধরে ফেলে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বাকি তিনজনকে আটক করে পুলিশ।

ওসি প্রনব সারাবাংলাকে বলেন, ‘আটক ছয় জন পলিটেকনিক এলাকার একটি কিশোর গ্যাংয়ের সদস্য। এলাকায় মারামারি-ছিনতাই, সাধারণ মানুষকে অস্ত্রের ভয়ভীতি দেখানো- এসব এই গ্যাংয়ের সদস্যদের কাজ। গ্যাংয়ের সদস্যরা বয়সে কিশোর থেকে সদ্য তরুণ। গ্যাংয়ের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

আটক কিশোর গ্যাং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর