ডেঙ্গু রোগীদের সহায়তায় ব্লাড ব্যাংক করবে এফবিসিসিআই
৪ আগস্ট ২০১৯ ১৫:৩০ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ১৭:৩৪
ঢাকা: দেশের ডেঙ্গু রোগীদের সহায়তায় রক্ত সংকট রোধে ব্লাড ব্যাংক করার ঘোষণা দিয়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।
রোববার (৪ আগস্ট) দুপুরে ফেডারেশন অব চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি এফবিসিসিআইয়ের কনফারেন্স হলে আয়োজিত ‘দেশব্যাপী ডেঙ্গুর বিস্তার রোধকল্পে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন।
ফজলে ফাহিম বলেন, রেড ক্রিসেন্ট ও সন্ধানীর সঙ্গে আমাদের কথা হচ্ছে। দ্রুতই একটি ব্লাড ব্যাংক করতে যাচ্ছি আমরা। যতোটুকু আমাদের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব আমরা সেটা করব। এই মুহূর্তে একটি ব্লাড ব্যাংক অত্যন্ত দরকার। আর ব্লাড ব্যাংকটি হলে রক্ত সমস্যা কিছুটা হলেও দূর হবে। এছাড়া বাজারে অডোমাস আউট অব মার্কেট। এজন্য যারা এটি আমদানি করে তাদের সাথে কথা বলে সমস্যা সমাধান করা হবে।
তিনি আরও বলেন, আমরা চাইলেই কিট সংকটে এটা বিতরণ করতে পারি না। এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তবে আমাদের যারা কিট আমদানি করে বা হাসপাতালের প্রতিনিধি যারা আছে তাদের মধ্যে এটি যেন সুষম বন্টন হয় সেটা আমরা চেষ্টা করতে পারি। যদিও এফবিসিসিআই অনেক বড় একটি সংগঠন। এরপরও আমাদের সেই সামর্থ্য নেই দেশের সব স্কুল, কলেজ বা সব জায়গায় কিট, অডোমাস বিতরণ করা। তবে সারাদেশে আমরা না করতে পারলেও যেখানে সমস্যা সেখানে যেন বিতরণ করা সম্ভব হয়। একই সাথে যেসব ভবন নতুন করে করা হচ্ছে সেখানে যেন পরিবেশটা ঠিক থাকে সেজন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলব।
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ড. জাহাঙ্গীর বলেন, আগে আমরা ডেঙ্গু পরীক্ষার কিট কিনতাম ১২০ টাকা দিয়ে। এরপর তা ১৫০ টাকা হয়। জুনে তা বেড়ে ১৮০ টাকা হয়। আর এখন ৪৫০ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। ডেঙ্গু নিয়ে প্যানিক সৃষ্টি হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হলে ৯৯ দশমিক ৯ শতাংশ ভালো হয়ে যায়। তবে এ বছর ডেঙ্গুর সব সিনড্রোম ভয়াবহ। চিকিৎসার জন্য ন্যূনতম এমবিবিএস ডাক্তারের কাছে যেতে হবে। আমাদের দেশে কাজের বুয়া থেকে মেট্রিক পাসও ডাক্তার। দয়া করে চিকিৎসার জন্য ন্যূনতম এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন।
এফবিসিসিআই এর পরিচালক আবু মোতালেব বলেন, ডেঙ্গু নিয়ে ব্যবসা করা হচ্ছে। এই সময় ব্যবসা করা হারাম। ডেঙ্গু মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আল্লাহর দোহায় লাগে এই সময় হাসপাতালের মালিকরা ব্যবসা করবেন না। ডেঙ্গু এখন মহামারি আকার ধারণ করেছে। তাই ব্যবসা করা বাদ দিতে হবে এখন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, এফবিসিসিআিই এর সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, পরিচালক তিথী চক্রবর্তীসহ অনেকেই।