টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
৪ আগস্ট ২০১৯ ১৫:১৪ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ১৬:২৪
টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া, ঘাটাইল ও দেলদুয়ারে পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও ২ জন। রোববার (৪ আগস্ট) এই দুর্ঘটনাগুলি ঘটে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশারফ হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও চালক মারা যায়। মৃতরা হলেন, অটোরিকশার যাত্রী জাহাঙ্গীর হোসেন (৩৫) ও তার স্ত্রী তাসলিমা আক্তার ( ২৮)। তাদের বাড়ি মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে। অপরজন অটোরিকশা চালক মির্জাপুরের বাইমহাটি গ্রামের শরিফুল ইমলাম (৩০) ।
এই ঘটনায় বাকি আহত দুইজনকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া, টাঙ্গাইলের ঘাটাইল ও দেলদুয়ারে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও দুইজন মারা যান। রোববার ভোররাতে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হন আরও ৫ জন।