Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাক মালিকের মৃত্যু


৪ আগস্ট ২০১৯ ১৪:৫২ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ১৪:৫৯

বগুড়া: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় হায়দার আলী (৪০) নামে এক ট্রাক মালিকের মৃত্যু হয়েছে।

রোববার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ইসলামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজল কুমার নন্দী (এসআই) বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ট্রাক মালিক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া ট্রাফিকমোড় মহল্লার আব্দুল হামিদের ছেলে।

এসআই কাজল কুমার নন্দী সারাবাংলাকে জানান, পাবনাগামী পাথর বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পাথর বহনকারী ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় ও চালকের পাশে বসে থাকা ট্রাকের মালিক ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় ট্রাকের ভিতর থাকা লাশটি উদ্ধার করে। এরপর লাশটি কুন্দারহাট হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, মৃতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা এখানে এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা ট্রাক দুর্ঘটনা ট্রাক মালিক আটক

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর