Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী


৪ আগস্ট ২০১৯ ১৩:৩৮

ঢাকা: কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

রোববার (৪ আগস্ট) মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার থেকে শনিবার পর্যন্ত কুড়িগ্রাম জেলার রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিমন্ত্রী ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

গতকাল (শনিবার) প্রতিমন্ত্রী রৌমারীতে কৃষকদের হাতে ধান ও সবজির বীজ তুলে দেন।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বন্যায় সারাদেশে ১৬৩টি উপজেলা প্লাবিত হয়। সামগ্রিকভাবে এই বন্যায় তিন লাখ মানুষ গৃহহারা হয়েছেন। এর মধ্যে শুধু কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় গৃহহারা হয়েছেন ৭০ হাজার মানুষ।

ত্রাণ সামগ্রী বন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর