Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ডেঙ্গুতে মারা গেলেন পুলিশের অতিরিক্ত আইজির স্ত্রী


৪ আগস্ট ২০১৯ ১৩:১৮ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ১৫:০৫

ঢাকা: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এবার মৃত্যুর মিছিলে যোগ দিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন কোরেশির স্ত্রী সৈয়দা আখতার (৫৪)। রোববার (৪ আগস্ট) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া) সোহেল রানা সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শনিবার (৩ আগস্ট) বেশকিছু শারীরিক জটিলতা নিয়ে সৈয়দা আখতারকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার দুপুরে স্কয়ার হাসপাতালের কাস্টমার সার্ভিস অফিসার মাহবুবা সারাবাংলাকে বলেন, অসুস্থ সৈয়দা আখতারকে গতরাতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ সকালে তিনি মারা যান। ঠিক কী কারণে তিনি মারা গেছেন তা নিশ্চিত করতে না পারলেও হাসপাতালটির এই কর্মকর্তা বলেন, ‘সম্ভবত তিনি ডেঙ্গু জ্বরেই মারা গেছেন বলে সবাই ধারণা করছেন।’

 

ডেঙ্গুজ্বর পুলিশের অতিরিক্ত আইজিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর