বগুড়ায় ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১৮
৪ আগস্ট ২০১৯ ১২:১৩ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ১৪:০৯
বগুড়া: বগুড়ায় গত ২৪ ঘন্টায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ১৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বগুড়া মেডিকেল কলেজ, মোহাম্মাদ আলী ও টিএমএসএস হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ৯২ জন। এরমধ্যে শুধু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি রয়েছেন ৭২ জন।
রোববার (৪ আগস্ট) সকালে বগুড়ার সিভিল সার্জন গওসুল আজীম চৌধুরী সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন ও ১৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এরমধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৩ জন ও অন্যান্য হাসপাতাল ও ক্লিনিক থেকে ৬ জন ছাড়পত্র নিয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১৩ ডেঙ্গু রোগী
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আব্দুল ওয়াদুদ সারাবাংলাকে বলেন, ‘এখন পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৯ জন রোগী সনাক্ত হয়েছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। আক্রান্তদের অধিকাংশই ঢাকা থেকে জীবানু বহন করে আনলেও বগুড়াতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ জন। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।’
বগুড়ার সিভিল সার্জন গওসুল আজীম চৌধুরী সারাবাংলাকে জানান, ডেঙ্গু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বগুড়ায় স্বাভাবিক অবস্থা রয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হালিমুর রশীদের নেতৃত্বে ১০ সদস্যের উচ্চ পর্যায়ের মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা সার্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করছেন।