মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৩
৪ আগস্ট ২০১৯ ১১:১৪
মানিকগঞ্জ: মানিকগঞ্জে শনিবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে রোববার (৪ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন রোগী। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ১১০ জনের ওপরে। আক্রান্তদের মধ্যে শিশু ও তরুণদের সংখ্যাই বেশি।
রোববার (৪ আগস্ট) সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান সারাবাংলাকে জানান, গত ২৪ ঘন্টায় এই হাসপাতালে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। আর এখন পর্যন্ত ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন হাসপাতালটিতে। বর্তমানে হাসপাতালে ৫৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত কয়েকদিনে ২০ জনের বেশি চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। আর ১৪ জন রোগীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মাহবুবুল হাসান সারাবাংলাকে জানান, রোববার সকাল পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত মোট ১৯ জন রোগী ভর্তি হয়েছিলেন। এরমধ্যে তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া প্রতিদিন গড়ে প্রায় ২০ জন ডেঙ্গুজ্বর পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে আসছেন।
টপ নিউজ নতুন ভর্তি ২৩ মানিকগঞ্জে ডেঙ্গু মোট শনাক্ত ১১০ হাসপাতালে ভর্তি