Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ভর্তুকির দাবি বিএনপির


৩ আগস্ট ২০১৯ ২২:২২

ঢাকা: ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতলে প্রয়োজনীয় ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার (০৩ আগস্ট) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবির কথা জানান।

তিনি বলেন, ‘আজকের বৈঠক থেকে আমরা প্রস্তাব রাখছি যে, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সরকার প্রয়োজনীয় ভর্তুকি দেবে এবং বিনামূল্যে ডেঙ্গু জ্বর পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করবে।’

‘সরকার বিভিন্ন সেক্টরে এত টাকা খরচ করতে পারে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি কোটি টাকা জমা হয়, সেটা তাদের পছন্দের ব্যক্তিদের জন্য চলে যায়। কিন্তু সমাজ ও রাষ্ট্রের মানুষ যখন বিপদে পড়েছে তখন তাদের জন্য এই অর্থ (ত্রাণ তহবিলের) ব্যবহার করাটা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হাসপাতালগুলোতে স্থান সংকুলান না হওয়ায় মহানগরের কমিউনিটি সেন্টারগুলোকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার কাজে ব্যবহারের দাবিও জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে থেকে অনলাইনে ডেঙ্গু রোগীদেরকে পরামর্শ দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

শুক্রবার দেওয়া বক্তব্যের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল আমার একটা বক্তব্যে কনফিউশন তৈরি হয়েছে। জরুরি অবস্থার বিষয়টি আসলে ওইভাবে বলতে চাইনি। আমি যেটা বলতে চেয়েছি তা হলো আপদকালীন জরুরি ব্যবস্থা। অর্থাৎ ডেঙ্গু একটা বড় রকমের সমস্যা তৈরি করেছে। যেটা মোকাবিলায় আমি আপদকালীন জরুরি ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ডেঙ্গু এখন এত বড় আকার ধারণ করেছে যে, এটা এখন ৬৪ জেলায় চলে গেছে। এটা নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যবস্থা দরকার ছিল, সে ব্যবস্থা সরকার নিতে পারেনি। অর্থাৎ মশা মারার জন্য ওষুধ আনতে পারেনি।’

নিজের বাসায় মশার উপদ্রবের কথা বলতে গিয়ে ফখরুল বলেন, ‘আমি যে বাসায় থাকি তার পাশেই একটা ড্রেন আছে। এই ড্রেন আজ পর্যন্ত আমি পরিষ্কার করতে দেখিনি। আর গত দেড় মাসে আমি মশার ওষুধও ছিটাতে দেখিনি।’

বন্যা দুর্গতদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির নেতৃত্বে ড্যাব ওষুধ-পত্র বিতরণ ও চিকিৎসা সেবা দেবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘কৃষকদের কৃষি পুনর্বাসনের জন্য দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কৃষক দল ও এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ থাকবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের স্মার্ট কার্ডের নির্মাতা প্রতিষ্ঠান টাইগার আইটি। এটাকে বিশ্বব্যাংক কালো তালিকাভুক্ত করেছে দুর্নীতির কারণে। এই বিষয়টা জাতির কাছে একেবারে অস্পষ্ট। এখন পর্যন্ত স্পষ্ট কোনো কিছু জাতি জানে না। আমরা নির্বাচন কমিশন ও সরকারের কাছ থেকে একটা পূর্ণ ব্যাখ্যা দাবি করছি।’

খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিয়ে সৌদি আরব যাচ্ছেন— এ ধরনের একটি সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি এ সম্পর্কে কিছুই বলতে পারব না, এই সম্পর্কে আমি কিছুই জানি না। আসলে প্যারোলের ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করিনি, কোথাও কোনো চিঠিও দেওয়া হয়নি , আমরা কোথাও কোনো কথাও বলিনি।’

বিজ্ঞাপন

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

টপ নিউজ ডেঙ্গুর চিকিৎসা বিএনপি ভর্তুকি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর