Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উদযাপন


৩ আগস্ট ২০১৯ ২১:১৯

নরসিংদী: নরসিংদীতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ফেয়ার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্লান্ট কর্তৃপক্ষ।

আগামী ৫ আগস্ট জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (৩ আগস্ট) দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় তিনি ফেয়ার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্লান্ট পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ফেয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং জেলার ১০টি শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠানে বিনামূল্যে রেফ্রিজারেটর বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. স্যাংওয়ান ইউন, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব উপস্থিত ছিলেন।

শেখ কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর