Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবনে এডিস মশার লার্ভা: ইউনাইটেড গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা


৩ আগস্ট ২০১৯ ১৯:৪৯

ঢাকা: ভবনের ভেতরে এডিস মশার লার্ভা পাওয়ায় ইউনাইটেড গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। এডিস মশার বংশবিস্তার রোধ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।  শনিবার (৩ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত গুলশান-২ এলাকায় এই অভিযান চলে।

অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার। তিনি সারাবাংলাকে বলেন, গুলশান-২ এ অবস্থিত ইউনাইটেড গ্রুপের বেইজমেন্টে অপরিচ্ছন্ন ও স্যাঁতসেঁতে পরিবেশ এবং দীর্ঘদিন জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা, এডিস মশা বংশবিস্তারের উপযোগী পরিবেশের প্রমাণ মিলেছে। তাই প্রতিষ্ঠানটিতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

সেই সঙ্গে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের এসব অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এডিস মশা এডিস মশা নিধন জরিমানা

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর