Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু


৩ আগস্ট ২০১৯ ১৯:১১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শিপইয়ার্ডের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

শনিবার (৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় অবস্থিত আনন্দ গ্রুপের আনন্দ শিপইয়ার্ডে এ দুর্ঘটনাটি ঘটে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় মৃত শ্রমিকের নাম সাব্বির। সে ইসলামপুর গ্রামের সহিদ উল্লাহর ছেলে। আহত শ্রমিকেরা হলেন- রবিন, সোহেল ও নাজির।

স্থানীয়দের বরাত দিয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সারাবাংলাকে জানান, আনন্দ শিপইয়ার্ডের নির্মাণাধীন জাহাজের ভিতরে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় কর্মরত শ্রমিক সাব্বির ঘটনাস্থলেই মারা যান এবং দগ্ধ হয় আরও তিনজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আনন্দ গ্রপের প্রশাসনিক কর্মকর্তা সাইদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।

আহত তিন এক শ্রমিকের মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নারায়ণগঞ্জ সোনারগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর