রাশিয়ার বিরোধী দলীয় নেতা আটক
৩ আগস্ট ২০১৯ ১৮:৩৩ | আপডেট: ৩ আগস্ট ২০১৯ ২২:২১
রাশিয়ার রাজধানী মস্কোতে এক অনুমোদনবিহীন প্রতিবাদ সভায় যোগ দেওয়ায় দেশটির বিরোধীদলীয় নেতা লিয়ুবোভ সোবলকে আটক করেছে পুলিশ। খবর বিবিসির।
শনিবার (৩ আগস্ট) বিরোধীদলীয় প্রার্থীদের স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা না করতে দেওয়ার প্রতিবাদে, মস্কোতে বিক্ষোভকারীরা জড়ো হচ্ছিলেন। প্রতিবাদস্থলে ট্যাক্সিযোগে পৌছান লিয়ুবোভ সোবল, তারপরই পুলিশ তাকে আটক করে। সেখান থেকে আরও ৩৩ বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
এছাড়াও জানা গেছে, দাঙ্গার প্রস্তুতি নিয়ে সারা মস্কোতে পুলিশ ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিবাদ সভায় যোগ না দেওয়ার জন্য সাধারণ নাগরিকদের ভয়ভীতি দেখাচ্ছে।
আইনজীবী এবং ভিডিও ব্লগার লিয়ুবোভ সোবল নিজেও এই স্থানীয় নির্বাচনে নিষেধাজ্ঞার মুখে প্রতিদ্বন্দ্বীতা করতে পারছেন না। তাই তিনি সবাইকে শনিবারের (৩ আগস্ট) এই প্রতিবাদ সভায় যোগ দেওয়ার আহবান জানিয়েছিলেন।
এদিকে কর্তৃপক্ষ এই প্রতিবাদ সভার ব্যাপারে তদন্ত শুরু করেছে।