ঝিনাইদহে ২২৮ বোতল ফেনসিডিলসহ আটক ২
৩ আগস্ট ২০১৯ ১৭:৫৮
ঝিনাইদহ: ঝিনাইদহে ২২৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ।
শনিবার (৩ আগস্ট) ভোরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মানিকদিহি ও মহেশপুর উপজেলার মানিকদিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মাদক বিক্রেতারা হল- চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শাহাপুর গ্রামের হায়দার আলীর ছেলে রিপন আলী (৩৮) এবং একই উপজেলার হাসাদহ গ্রামের ইছাক মন্ডলের ছেলে জসিম উদ্দিন (৪০)।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন (ওসি) সারাবাংলাকে জানান, মাদক বিক্রেতারা বিপুল পরিমাণ ফেনসিডিল পাচারের চেষ্টা চালাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে জেলার কোটচাঁদপুর উপজেলার মানিকদিহি এবং মহেশপুর উপজেলার মানিকদিতে পৃথক অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে রিপন আলী ও জসিম উদ্দিন নামে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।’
এছাড়াও জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আরও ৩৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
২২৮ বোতল ফেনসিডিল জব্দ আটক দুই ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ ঝিনাইদিহে মাদক বিক্রেতা আটক