Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড় জেলা প্রশাসনের বুক রিভিউ প্রতিযোগিতা পিছিয়ে ৬ ও ৭ আগস্ট


৩ আগস্ট ২০১৯ ১৫:৪৪ | আপডেট: ৩ আগস্ট ২০১৯ ১৫:৪৭

ঢাকা: ‘মুজিব বর্ষ-২০২০’ উৎযাপন উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের বুক রিভিউ প্রতিযোগিতার তারিখ পিছিয়ে ৬ ও ৭ আগস্ট দিন ঠিক করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এহেতেশাম রেজা সারাবাংলাকে জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা থাকায় নতুন করে এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, প্রথমে ৩ ও ৫ আগস্ট প্রতিযোগিতার দিন ঠিক করা হলেও প্রাথমিক স্কুলে পরীক্ষা শুরু হওয়ায় তারিখ পেছানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ৬ আগস্ট ও উপজেলা পর্যায়ে ৭ আগস্ট নতুন তারিখ ধার্য করা হয়েছে।

এর আগে গত ২১ জুলাই পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিব বর্ষ-২০১৯’ উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুসারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০-এর একটি অন্যতম অভিলক্ষ্য এসডিজি-৪; মানসম্মত শিক্ষা বাস্তবায়নের উদ্দেশ্যে শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ও জেলা পর্যায়ে ‘বুক রিভিউ প্রতিযোগিতা-২০১৯’ আয়োজনের উদ্যোগ নেয়।

চারটি বিভাগে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এ বুক রিভিউ প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হবে।

গত বছরের ৬ জুলাই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে উদযাপনের ঘোষণা দেন। তারই আলোকে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে জেলা প্রশাসন।

পঞ্চগড় প্রতিযোগিতা মুজিব বর্ষ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর