Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে ৯ জেলা


৩ আগস্ট ২০১৯ ১৫:১২ | আপডেট: ৩ আগস্ট ২০১৯ ১৫:২১

শুরুতে রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দিলেও মাত্র এক মাসের মধ্যে এই জ্বর ছড়িয়েছে সারাদেশে। প্রথম দিকে দেখা গেছে যারা ঢাকা থেকে দেশের অন্যান্য স্থানে গেছেন তারাই আক্রান্ত হয়েছেন। তবে সেই চিত্রও পাল্টেছে। এখন গত কয়েকমাসে ঢাকা আসেননি এমন মানুষও আক্রান্ত হচ্ছেন। এর অর্থ এডিস মশা ছড়িয়ে পড়ছে সারাদেশে।

এখন পর্যন্ত দেশের কিশোরগঞ্জ, গাজীপুর, বরিশাল, পিরোজপুর, কক্সবাজার, হবিগঞ্জ, মাদারীপুর, নোয়াখালী, ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এর মধ্যে শুক্রবার (২ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে নোয়াখালীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোশারফ হোসেন (৩০) নামে একজনের মৃত্যু হয়। তিনি স্থানীয় প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

একই রাতে মাদারীপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নাদিরা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়।

এর আগে গত ২৪ জুলাই মাদারীপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরও দুইজন মারা যান। এরা হলেন শিবচর উপজেলার ফারুক খান (২২) ও রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার শারমিন আক্তার (২২)।

এছাড়া বৃহস্পতিবার (১ আগস্ট) কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. হামজা (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়। সে সরাইল উপজেলার রাঙ্গুরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। প্রচন্ড জ্বর নিয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই দিন কক্সবাজারের টেকনাফের ব্যবসায়ী আবদুল মালেক (৩৩) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান। তিনি টেকনাফে আক্রান্ত হলেও রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে বরিশালের গৌরনদী উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আলেয়া বেগম (৫৩) নামে এক নারীর মৃত্যু হয়।

মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গাজীপুরের আব্দুর রহমান নামে এক শিশু। তার বাড়ি কালীগঞ্জের জামালপুর ইউনিয়নে। বাড়িতেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয় সে। প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

সোমবার (২৯ জুলাই) ও মঙ্গলবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বরিশালের বাসিন্দা হলৌ অন্যজনের বাড়ি পিরোজপুর। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার নাসির খানের ছেলে আসলাম খান (২৪)। মঙ্গলবার ভোরে মারা যান পিরোজপুর জেলার কাউখালি উপজেলার গোসনতারা এলাকার আদম আলীর ছেলে সোহেল (১৮)।

একইদিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদপুরের চর ভদ্রাসন এলাকার সেলিম বিশ্বাস।

এর আগে ২১ জুলাই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান হবিগঞ্জের নবাগত সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন। সেদিন রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: এ বছর ডেঙ্গুতে আক্রান্ত ২১ হাজার ২৩৫ জন

সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

ডেঙ্গুর প্রকোপে রক্ত সংকট, দিশেহারা স্বজনরা

ডেঙ্গু ডেঙ্গুতে মৃত্যু সারাদেশে ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর