Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী


৩ আগস্ট ২০১৯ ১৪:৪৯ | আপডেট: ৩ আগস্ট ২০১৯ ১৮:১১

ঢাকা: ডেঙ্গু পরিস্থিতি সারাদেশে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, গত তিনদিনের পর্যবেক্ষণে বোঝা যাচ্ছে রোগীর সংখ্যা অনেকটাই কমে গেছে। আতংকিত হওয়ার কিছু নাই। হাজার হাজার রোগী আতংকিত হয়ে হাসপাতালে ছুটছে। এ মধ্যে অনেকের পরীক্ষা না করালেও চলে। অনেকে সুস্থ হয়েও ডেঙ্গু টেষ্ট করাতে আসছে।

শনিবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাংলাদেশে ডেঙ্গু রোগীর মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম বলেও এসময় জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

ডেঙ্গু রোগীদের চিকিৎসা সম্পর্কে এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তিনটি হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে ডেঙ্গু রোগীদের জন্য। এর মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৫০-২০০ বেড প্রস্তুত রাখা হয়েছে।

ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বিষয়ে জাহিদ মালেক বলেন, বিভিন্ন জেলায় অনেকেই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। আর তাই ১৩ সদস্যের ডেঙ্গু বিশেষজ্ঞদের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। সেখানে দায়িত্বরত চিকিৎসকদের ডেঙ্গু নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সব সময় খোঁজ-খবর রাখছেন। ডেঙ্গু রোগীদের সব ধরনের টেষ্ট ফ্রি করাতে বলেছেন। আমরা ইতোমধ্যে  সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের ফ্রি টেষ্ট করাচ্ছি।

তবে বেসরকারি হাসপাতাল প্রসঙ্গে এসময় স্বাস্থ্য অধিদফতরের  মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, অনেক বেসরকারি হাসপাতালে অনিয়ম হচ্ছে। সেখানে আমাদের টিম সবসময় খোঁজ-খবর নিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন:-

ডেঙ্গুজ্বর যেন আল্লাহ আর কাউকে না দেয়: অর্থমন্ত্রী
সাড়ে ৩ লাখ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সম্পূর্ণ কাল্পনিক: সাঈদ খোকন
ডেঙ্গুর মহামারিতেও সরকারের কার্যকর পদক্ষেপ নেই: রিজভী
ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে কিনা, জানতে চান আদালত
ডেঙ্গুকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: স্থানীয় সরকারমন্ত্রী
ডেঙ্গুতে অসচেতনতা: ১৫ আবাসন প্রতিষ্ঠানকে জরিমানা
ডেঙ্গু নিয়ে সরকারি তথ্যে গড়মিল!
গুজব ও ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন: পিএমও
একদিনে হাসপাতালে ৫৬০ ডেঙ্গু রোগী, শুধু ঢামেকেই ১৪৫
মশার ওষুধ কাজ করছে না দেখেই এত ডেঙ্গু রোগী: স্বাস্থ্যমন্ত্রী
জুলাই মাসেই ঢামেকে ডেঙ্গু রোগী ভর্তি ৯১১, মৃত্যু ৩ জনের

টপ নিউজ ডেঙ্গু স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর