ক্ষেপণাস্ত্র চুক্তিতে রাশিয়া-চীনকে একসঙ্গে চান ট্রাম্প
৩ আগস্ট ২০১৯ ১৩:০৩
স্নায়ুযুদ্ধের সময়কালে রাশিয়ার সঙ্গে হওয়া ‘ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ)’ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি বাতিল হওয়ায় বেড়েছে শক্তিশালী দেশগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা। তবে ট্রাম্প জানিয়েছেন ক্ষেপণাস্ত্র বিষয়ে নতুন কোনো চুক্তিতে তিনি রাশিয়ার পাশাপাশি চান চীনকেও।
শনিবার (৩ আগস্ট) এ নিয়ে সংবাদ ছাপিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ট্রাম্প জানান, তিনি রাশিয়া ও চীনের সঙ্গে নতুন ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে কথা বলেছেন এবং দেশদুটি এ বিষয়ে আগ্রহী। কোনো একটি প্রেক্ষাপটে তিনপক্ষের মধ্যে আবারও চুক্তি হতে পারে।
প্রসঙ্গত, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও ইউরোপকে ঝুঁকির হাত থেকে বাঁচাতে ১৯৮৭ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ‘ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ)’ চুক্তিটি স্বাক্ষর করেছিলেন।
স্নায়ুযুদ্ধের শেষ সময়ে করা এই চুক্তিতে ৫শ কিলোমিটার থেকে ৫ হাজার ৫শ কিলোমিটার পাল্লার ভূমি থেকে উৎক্ষেপিত পারমাণবিক ও সাধারণ উভয় প্রকার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, চুক্তি লঙ্ঘন করে রাশিয়া নভোতর-৯এম৭২৯ নামের যে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের উদ্ভাবন করেছে তা খুব সহজেই যেকোনো ন্যাটো দেশে হামলা চালাতে সক্ষম। তবে রাশিয়া এই অভিযোগ স্বীকার করেনি।
প্রতিক্রিয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে হওয়া চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চুক্তি ভেস্তে যাওয়ার জন্য রাশিয়াকেই দায়ী করেছেন।