কুমিল্লায় ডেঙ্গু রোগী বাড়ছে, নতুন ভর্তি ১৫
৩ আগস্ট ২০১৯ ১২:২৭ | আপডেট: ৩ আগস্ট ২০১৯ ১৪:৪৫
কুমিল্লা: কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত নতুন ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ শ ৪৩ জন।
শনিবার (৩ আগস্ট) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২২ জুলাই থেকে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ শ ৪৩ জন রোগী কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রোগী রয়েছেন ৮১ জন। এদের মধ্যে কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই। তাছাড়া ডেঙ্গুতে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।
হাসপাতালে ভর্তি রোগীর স্বজনরা সারাবাংলাকে জানান, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো ওয়ার্ডের ব্যবস্থা নেই। ফলে অনেক রোগীকেই হাসপাতালের মেঝেতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- ডেঙ্গুর প্রকোপে রক্ত সংকট, দিশেহারা স্বজনরা
কুমিল্লা কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু রোগী টপ নিউজ ডেঙ্গু জ্বর নতুন ভর্তি ১৫ মোট ভর্তি ১৪৩