বগুড়ায় নতুন ডেঙ্গু রোগী ২১, মোট ভর্তি ৯১ জন
৩ আগস্ট ২০১৯ ১১:৪৯ | আপডেট: ৩ আগস্ট ২০১৯ ১২:১৬
বগুড়া: বগুড়ায় গত ২৪ ঘন্টায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ২১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বগুড়ায় বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ, ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২ আগস্ট) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আব্দুল ওয়াদুদ এ সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বগুড়ায় ডেঙ্গুজ্বর নিয়ে ভর্তি হওয়া অধিকাংশ রোগীই ঢাকাতে আক্রান্ত হয়েছেন। তবে বগুড়াতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন।
বগুড়ার সিভিল সার্জন গওসুল আজীম চৌধুরী সারাবাংলাকে জানান, বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হালিমুর রশীদের নেতৃত্বে ১০ সদস্যের উচ্চপর্যায়ের মেডিকেল টিম গঠন করা হয়েছে।
টপ নিউজ ডেঙ্গু আক্রান্ত ২১ বগুড়া বগুড়ায় বাড়ছে ডেঙ্গু রোগী মোট ভর্তি ৯১