টেকনাফে আলাদা ‘বন্দুকযুদ্ধে’ ৪ জনের মৃত্যু
৩ আগস্ট ২০১৯ ০৯:২৩ | আপডেট: ৩ আগস্ট ২০১৯ ১৭:৩৫
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাতের আলাদা সময়ে এই দুটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
টেকনাফ থানার পরিদর্শক রাসেল আহমেদ সারাবাংলাকে বলেন, গতরাত ১.২০ মিনিটের দিকে টেকনাফের মেরিন ড্রাইভ রোডে পুলিশের সঙ্গে মাদক বিক্রেতাদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ইমরান মোল্লা নামে একজনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে দুইটি এলজি বন্দুক ও পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এছাড়া টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন খবরে উপজেলার নুরুল্লার ঘোনায় অভিযানে যায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে। পরে ঘটনাস্থলে তিনজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায় এরা রোহিঙ্গা শীর্ষ ডাকাত সর্দার আব্দুল হাকিমের সহযোগী জুনায়েদ ডাকাত, আয়ুব ডাকাত ও মেহেদী ডাকাত। ঘটনাস্থল থেকে ৭টি অস্ত্র, ৫ কিরিচ ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।