Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো ষড়যন্ত্রই উন্নয়নকে বাধা দিতে পারবে না: বস্ত্র ও পাটমন্ত্রী


৩ আগস্ট ২০১৯ ০১:৫৫ | আপডেট: ৩ আগস্ট ২০১৯ ০৯:০৩

নারায়ণগঞ্জ: কোনো ষড়যন্ত্র দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

শুক্রবার (২ আগস্ট) বি‌কে‌লে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী, নোয়াগাঁও, ‌দিঘ‌লিয়া ও বুরু‌টিয়া এলাকায় বি‌ভিন্ন সড়ক প‌রিদর্শন করার সময় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশ বি‌রোধীচক্র এখনও নানা ষড়যন্ত্র কর‌ছে। তারা দে‌শের উন্নয়নকে বাধাগ্রস্ত কর‌তে চায়। কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না, ইনশাল্লাহ। এ জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।’

তি‌নি ব‌লেন, ‘দে‌শের বড় বড় প্রকল্প বাস্তবায়নের কাজ দেখলেই বোঝা যায়, দেশের মধ্যে উন্নয়নের জোয়ার বইছে। প্রশস্ত ও মজবুত করা হচ্ছে মহাসড়কগুলো। এতে সড়ক নেটওয়ার্কের পাশাপাশি মান উন্নয়নের মধ্য দিয়ে নিরাপদ, আরামদায়ক, সময় এবং খরচ সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত হয়েছে। পর্যায়ক্রমে জেলা থেকে উপজেলা পর্যায়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌরসভার মেয়র র‌ফিকুল ইসলাম র‌ফিক, কাঞ্চন পৌরসভার কাউ‌ন্সিলর আইয়ুব খানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

এদি‌কে, শুক্রবার (২ আগস্ট) বি‌কে‌লে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বা‌ন্টি বাজার প‌রিদর্শন ক‌রেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তার সঙ্গে ছিলেন, নারায়ণগঞ্জ-২ আস‌নের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ অন্যরা।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর