Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেস্ট সেলার বই নিয়ে উৎসব


২ আগস্ট ২০১৯ ২৩:০৪ | আপডেট: ২ আগস্ট ২০১৯ ২৩:০৫

ঢাকা: বাংলাদেশের প্রথমসারির প্রকাশনা প্রতিষ্ঠানের সর্বাধিক বিক্রিত বই নিয়ে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বইমেলা ‌‘বেস্টসেলার বই উৎসব- ২০১৯’ শুরু হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর কাঁটাবনে ১০৯ কনকর্ড মার্কেটের নিচতলায় শুরু হওয়া এ মেলাটি চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।

‘এই ঈদে বই হোক আপনার ঈদ আনন্দের সঙ্গী’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া ব্যতিক্রমী এই বই মেলাতে সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড়ে পাওয়া যাবে বেস্ট সেলার বইগুলো। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলাটি।

এই মেলায় অংশ নিয়েছে দেশের খ্যাতমানা প্রকাশনা প্রতিষ্ঠান। অনন্যা, অনুপম প্রকাশনী, কাকলী প্রকাশনী, সন্দেশ, পার্ল পাবলিকেশন্স, অনিন্দ্য প্রকাশ, চারুলিপি প্রকাশন, নালন্দা, ভাষাচিত্র, বাংলানামা, নওরোজ কিতাবিস্তান, শব্দশৈলী, মুক্তদেশ প্রকাশন, আদর্শ, আফসার ব্রাদার্স, মম প্রকাশ, পাললিক সৌরভ, এশিয়া পাবলিকেশন্স, অক্ষর প্রকাশনী, বিভাসসহ বিভিন্ন প্রকাশনী প্রতিষ্ঠান বেস্ট সেলার বইগুলো নিয়ে স্টল দিয়েছে মেলায়।

মেলার আয়োজক প্রতিষ্ঠান ‘ভাষাচিত্র ও দেশের বই’ এর কর্ণধার খন্দকার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ঈদ আয়োজনে উপহার হিসেবে বইকে জনপ্রিয় করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে বেস্টসেলার বইগুলোকে আরও বেশি পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য সর্বোচ্চ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে এই মেলায়।’

বই মেলা বেস্ট সেলার বই এর মেলা বেস্টসেলার বই উৎসব- ২০১৯ ভাষাচিত্র ও দেশের বই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর