Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ডেঙ্গুজ্বরে ১ জনের মৃত্যু


২ আগস্ট ২০১৯ ২২:৪০

নোয়াখালী: নোয়াখালীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোশারফ হোসেন (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) সকাল ১১ টা ৫০ মিনিটে প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশারফ হোসেনের মৃত্যু হয়। প্রাইম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিল্লাত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত মোশারফ হোসেন নোয়াখালী জেলার সদর উপজেলার হুগলী গ্রামের আবুল কাশেমের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মোশারফ গত ৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন। আজ সকাল ১০টা ২৩ মিনিটে জ্বর নিয়ে প্রাইম হাসপাতালে ভর্তি হোন মোশারফ। ভর্তি হওয়ার আগে গ্রামীন প্রাইভেট হাসপাতালে রক্ত পরীক্ষা করান তিনি। রিপোর্টে দেখা যায়, তার ডেঙ্গু (আইজিএম) পজিটিভ ছিল। এরমধ্যে হঠাৎ করেই তার ব্লাড সুগার বেড়ে যায় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। মোশারফ হোসেন কনসালট্যান্ট ডা. সালাউদ্দিন মামুনের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

একজনের মৃত্যু ডেঙ্গুজ্বর নোয়াখালী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর