Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণার দাবি ফখরুলের


২ আগস্ট ২০১৯ ২০:৩২ | আপডেট: ২ আগস্ট ২০১৯ ২০:৩৪

ঢাকা: ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশে জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কয়েকজন রোগীকে দেখে আসার পর এই আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা বিশেষজ্ঞদের কাছে শুনতে পারছি, এটা কন্টিনিউ করবে। এই কারণে জরুরি অবস্থা ঘোষণা করে ডেঙ্গু মোকাবিলা করা দরকার বলে আমরা মনে করি। ডেঙ্গু নিয়ে রাজনীতি না মানুষকে বাঁচানোর জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।’

বিজ্ঞাপন

বিদেশ থেকে জরুরি ভিত্তিতে মশার ওষুধ আনার ব্যাপারে হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন সরকার চালায় না। মানে প্রশাসন কিংবা মন্ত্রণালয় বাংলাদেশ চালাচ্ছে না। বাংলাদেশ চালাচ্ছে বিচার বিভাগ। আদালতের হুকুম হয়, তারপর কথা-বার্তা হয়, নড়াচড়া করে। অর্থাৎ গর্ভমেন্ট ইজ কমপ্লিটলি ফেইল্ড। অন্যান্য ক্ষেত্রে তো বটেই, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে, ডেঙ্গু প্রতিরোধ করার ক্ষেত্রে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

‘আমরা মনে করি অবিলম্বে জরুরি অবস্থা ঘোষণা করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিছুটা যুদ্ধকালীন অবস্থার মতো করা দরকার। কারণ এখন সময় খুব কম’— বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘প্রত্যেকটা পরিবার এখন দুঃশ্চিন্তাগ্রস্ত। বিশেষ করে শিশুদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। ডেঙ্গু আক্রান্ত অনেকেই বেশ সংকটাপন্ন অবস্থায় আছে। সরকারের উচিত হবে, আর কাল বিলম্ব না করে সংশ্লিষ্ট সকলের কাছ থেকে, চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিয়ে, সবার সহযোগিতা নিয়ে সরকারের কাজ করা উচিত।’

বিজ্ঞাপন

এ সময়ে তার সঙ্গে ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ কে এম আজিজুল হক, ড্যাব নেতা অধ্যাপক হারুন আল রশিদ, অধ্যাপক আবদুস সালাম, ডা. আবদুস সেলিম, ডা. জহিরুল ইসলাম সাকিল, ডা. এ টি এম ফরিদ, ডা. শাহ আমানউল্লাহ, ডা. এফরানুল হক সিদ্দিকী, ডা. পারভেজ রেজা কাঁকন, ডা. মো. আবু জাফর ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

জরুরি অবস্থা টপ নিউজ ডেঙ্গু ডেঙ্গু নিয়ন্ত্রণ মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর